পিছিয়ে গিয়েছে চার পুরনিগমের ভোটের দিন। গত শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতকে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে দিন পিছলেও রাজ্যে পুরভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অতিমারি পরিস্থিতিতে পুরভোট নিয়ে সতর্ক কমিশন আজ রাজ্য পুলিশকে দিল বিশেষ নির্দেশ। চারটি পুর নিগমের ভোট নির্বিঘ্নে পরিচালনা করার জন্য রাজ্য পুলিশকে একটি ১৪ দফা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে।
এই ১৪ দফা নির্দেশে বলা হয়েছে, ভোটের দিন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীদের ক্যাম্পে নজরদারি করতে হবে যাতে কোনও ভোটার প্রভাবিত না হয়। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা এমন ভাবে ইন্সটল করতে হবে যাতে কেউ সেই সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে না পারে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে।
