ময়নাগুড়ির রেল দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। ওই ট্রেন দুর্ঘটনায় রেলের তরফেই বড়সড় গাফিলতি ছিল বলেই স্বীকার করে নিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেকথাই কার্যত মেনে নেন রেলের অধিকর্তা।
সাংবাদিক বৈঠকে দিলীপ কুমার সিং বলেন, ‘আমরা টানা সাক্ষীদের সঙ্গে কথা বলেছি। চারদিন ধরে নানা তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে, সেই প্রশ্নগুলি খতিয়ে দেখা হচ্ছে। ক্রশ চেকিং চলছে। সিআরএস যাবতীয় বিষয় নিয়ে তদন্তের কাজ শুরু করেছে। সিস্টেমে গণ্ডগোল ছিলই, এছাড়াও আরও কিছু গোলমাল রয়েছে, যা তদন্তে উঠে এসছে’।
দিলীপবাবুর আরও সংযোজন, ‘ভারতীয় রেলে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য সব তথ্য একজায়গায় করে খতিয়ে দেখা হচ্ছে। এখনও এ নিয়ে কোনও তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। এগুলি খতিয়ে না দেখলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে’।
বুধবারই ভারতীয় রেলের সব জোনের সঙ্গে বৈঠকে বসে রেল বোর্ড। ট্রেনের যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সূত্রের খবর, রেল বোর্ডের এই বৈঠকে উত্তর সীমান্ত রেল জোনের সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে বিশদে আলোচনা হয়েছে।
আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই সব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রেল বোর্ডের তরফে প্রতিটি জোনের জেনারেল ম্যানেজারদের থেকে প্রয়োজনীয় পদক্ষেপ সংক্রান্ত মতামত শোনা হয়। উত্তরবঙ্গের রেল দুর্ঘটনা কেন হল তাই নিয়ে দিনের বৈঠকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়।