কয়েক ঘণ্টা আগেই ২০২১ সালের বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে আইসিসি। সেই দলে তিন ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়েছে। ভারত ছাড়া সেই দলে পাকিস্তানেরও তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এ ছাড়া নিউজিল্যান্ডের দুই এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার এক জন করে ক্রিকেটার রয়েছেন দলে। আইসিসি যে দল ঘোষণা করেছে, তাতে ভারতের রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও ঋষভ পন্থের নাম রয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ভাল ছন্দে ছিলেন রোহিত। অন্য দিকে দলের উইকেটরক্ষক পন্থ।
দলে রোহিত ছাড়া আর এক ওপেনার শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিনে রয়েছেন অজি মার্নাস লাবুশেন। চারে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। পাঁচে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি এই দলেরও অধিনায়ক। অলরাউন্ডার হিসেবে অশ্বিনের সঙ্গে রয়েছেন পাক স্পিনার ফাওয়াদ আলম। দলের তিন পেসার হলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন, পাকিস্তানের হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।