ইতিমধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই নির্ঘন্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে ভোট শুরু হতে আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে জানা গেল, যোগী আদিত্যনাথের পর এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ যাদব। যার ফলে উত্তরপ্রদেশের রাজনীতিতে পুরোপুরি নয়া ট্রেন্ডের সূচনা হয়ে গেল।
প্রসঙ্গত, শেষবার ২০০২ বিধানসভা নির্বাচনে ভোটে লড়েছিলেন সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুলায়ম সিং যাদব। তারপর আর কোনও দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরা ভোটে লড়েন না। তাঁরা গোটা রাজ্যে ঘুরে ঘুরে প্রচারে ফোকাস করাটাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। মুলায়ম লড়েছিলেন সেই একবারই। আর মায়াবতী কোনও কালেই লড়েননি বিধানসভা ভোটে। ২০১২ সালে অখিলেশ যাদব যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, তখনও তিনি বিধানসভা নির্বাচনে লড়েননি। সেসময় কনৌজের সাংসদ ছিলেন তিনি। পরে উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য হন অখিলেশ। আবার ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনিও ছিলেন গোরক্ষপুরের সাংসদ। পরে তিনিও বিধান পরিষদের সদস্য হন।
কিন্তু এবারে সেই ট্রেন্ড বদলেছেন যোগী নিজেই। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বার্তা দিতে যোগী আদিত্যনাথ গোরক্ষপুর সদর আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর শুরুতে ভোটে লড়তে রাজি না হলেও যোগীর সিদ্ধান্তের পর শেষমেশ অখিলেশও ভোটে লড়তে রাজি হয়েছেন বলে দলীয় সূত্রের খবর। শোনা যাচ্ছে, নিজেদের ঘরের মাঠ কনৌজেরই কোনও আসন থেকে লড়তে পারেন অখিলেশ। আবার, লখনউ সেন্ট্রালের মতো কোনও কঠিন কিন্তু হাই প্রোফাইল আসন থেকে তাঁর লড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপা সূত্রের খবর, প্রয়োজনে অখিলেশকে দুটি আসন থেকে দাঁড় করাতে পারে দল।