হাতে আর বেশিদিন নেই। পরের মাসেই পাঞ্জাবে বিধানসভা ভোট। কিন্তু এখনও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কিছু খোলসা করেনি কংগ্রেস। ধোঁয়াশা জিইয়ে রেখে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্না এবং প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধু দুজনকেই প্রার্থী করেছে দল। তবে সম্প্রতি টুইটারে তারা একটি ভিডিও ক্লিপ আপলোড করেছে। তাতে দেখা গিয়েছে বলিউডের অভিনেতা সোনু সুদকে। তিনি বলেছেন, ‘যিনি যোগ্য, তিনিই মুখ্যমন্ত্রী হবেন। যাঁরা নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে দাবি করেন, তাঁরা মুখ্যমন্ত্রী হবেন না।’ আর সেই ভিডিওতেই দেখা গিয়েছে চান্নির ছবি। উল্লেখ্য, সোনু সুদের বোন মালবিকা সুদ কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন।
প্রসঙ্গত, ৩৬ সেকেন্ডের ভিডিও ক্লিপে সোনু বলেছেন, ‘প্রকৃত মুখ্যমন্ত্রী তিনিই হতে পারেন, যাঁকে জোর করে ওই চেয়ারে বসাতে হবে। তিনি নিজে বলে বেড়াবেন না যে, আমিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আমারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত।’ পরে অভিনেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হবে এমন কাউকে যিনি পিছনের সারিতে বসতে পছন্দ করেন। দল তাঁকে বলবে, আপনিই মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত।’ অভিনেতার মতে, এই ধরনের মানুষ মুখ্যমন্ত্রী হলে তবেই দেশে পরিবর্তন আসতে পারে। ওই ভিডিও ক্লিপের শেষে চান্নিকে দেখা গিয়েছে। তা থেকেই জল্পনা শুরু হয়েছে, কংগ্রেস কি তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে চায়?