উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনেও কি বড় ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল উত্তর প্রদেশ নির্বাচনে লড়বে কি না, বা লড়লেও কটি আসনে লড়বে তা এখনও চূড়ান্ত নয়৷ তবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চান, উত্তর প্রদেশ নির্বাচনে সপা-র সমর্থনে প্রচার করুন তৃণমূলনেত্রী৷ সেই আর্জি নিয়েই আজ মঙ্গলবার বিকেলে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷ অখিলেশের দূত হিসেবেই মমতার কাছে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তর প্রদেশ নির্বাচন৷ সশরীরে উত্তর প্রদেশ হাজির না হলেও অখিলেশ চান সমাজবাদী পার্টির সমর্থনে ভার্চুয়ালি প্রচার করুন মমতা৷ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই গলের সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দকে কলকাতায় পাঠিয়েছেন অখিলেশ৷ আজ বিকেল সাড়ে চারটেয় মমতার সঙ্গে দেখা করবেন সপা নেতা৷
কিরণময় নন্দ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতাদের মধ্যে একজন৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁর কাছে শক্তিশালী সংগঠন রয়েছে৷ যেভাবে তিনি লড়াই করে বাংলায় ক্ষমতা ধরে রেখেছেন তা প্রশংসনীয়৷ গোটা দেশ দেখেছে কীভাবে বিজেপি-কে তিনি পরাজিত করেছেন৷ সেই কারণেই আমরা চাই উত্তর প্রদেশ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে ভার্চুয়ালি প্রচার করুন৷ করোনা অতিমারির কারণেই প্রাথমিক ভাবে আমরা ভার্চুয়াল প্রচারের কথাই ভেবেছি৷
বাম আমলে দীর্ঘদিন মন্ত্রী থাকা কিরণময় নন্দের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন গোটা দেশে জনপ্রিয়৷ বাংলায় বিপুল জয়ের মধ্যে দিয়ে তিনি তাঁর সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন৷ সপা নেতার দাবি, উত্তর প্রদেশের তাঁদের দলের নির্বাচনী জনসভাগুলিতে ভিড় উপচে পড়ছে৷ উল্টো ছবি দেখা যাচ্ছে বিজেপি-র সভায়৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেলে সমাজবাদী পার্টির প্রচার আরও গতি পাবে বলেই দাবি কিরণময় নন্দের৷
অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাল৷ উত্তর প্রদেশ নির্বাচনে মির্জাপুরের মতো দু’-একটি কেন্দ্রে প্রার্থীও দিতে পারে তৃণমূল৷ এই পরিস্থিতিতে তৃণমূলকে সপা-র আসন ছাড়া নিয়েও আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিরণময় নন্দের আলোচনা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল৷