আজও সকালে শীতের আমেজ। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে। আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা।
জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে সরলে আবহাওয়ার পরিবর্তন হবে সপ্তাহের শেষে রাজ্যে। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ঘন কুয়াশা।
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ঘন কুয়াশা। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে।