আতঙ্কের নয়া নাম ওমিক্রন। ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে সত্যি করে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। দেশের পাশাপাশি রাজ্যের পরিস্থিতিও ক্রমশই খারাপ হচ্ছে। কলকাতা-সহ সমস্ত জেলায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। যার ফলে জানুয়ারির শুরুতেই রাজ্যে কড়া করোনাবিধি জারি করেছেন সরকার। বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিনোদন পার্ক। রাতে চলছে কারফিউ। গঙ্গাসাগরেও কড়া করোনাবিধি লাগু করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই পরিস্থিতিতে এবারের ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ছোট করা হবে। ২৩ জানুয়ারি কোনও মিটিং মিছিল হবে না।
শুক্রবার মুখ্যসচিব বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ছোট করেই করার পরিকল্পনা রাজ্যের। ২৬ জানুয়ারিও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হবে না। রাজ্য সরকার ছোট করে অনুষ্ঠান করতে চলেছে ২৬ জানুয়ারি। বেশি লোককে আমন্ত্রণ জানানো হবে না। গতবারের থেকেও ছোট অনুষ্ঠান করার পরিকল্পনা রাজ্যের। উল্লেখ্য, গতবার করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান কাটছাট করেছিল সরকার। এ বছর তার থেকেও ছোট করে করার পরিকল্পনা রাজ্যের। নবান্ন সূত্রে খবর, করোনার বাড়বাড়ন্তের জন্যই সাবধানী পদক্ষেপ সরকারের। কোনও ভাবে যাতে সংক্রমণ না বাড়ে তার জন্যই কঠোর নিয়মের পাশাপাশি উৎসবে রাশ টানছে সরকার।