দেড় মাসের মধ্যেই ত্রিপুরার রাজনীতি অন্যদিকে মোড় নেবে। শুধু দেখতে থাকুন। এভাবেই সময় বেঁধে দিয়ে বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ। কিছুদিনের মধ্যেই আস্তিন থেকে নতুন তাস বের করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সুদীপ।
তাঁর অনুগামীদের বক্তব্য, একাধিক সরকারি দুর্নীতি ফাঁস করবেন সুদীপ। যা নিয়ে ঘোর অস্বস্তিতে পড়তে হবে বিপ্লব দেব সরকারকে। তাতে যেমন রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসে নিয়োগ দুর্নীতি তেমন তথ্যসংস্কৃতি দফতরের কোটি কোটি টাকার অনিয়ম। ঘটনা হল এই দুটি দফতরই বিপ্লব দেবের হাতে রয়েছে।
১২ জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তীতেই সুদীপ প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন, তেইশের ভোটে তিনি আর বিজেপির টিকিটে লড়বেন না। বুধবার, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে সুদীপ অনুগামীরা একটি রক্তদান শিবির আয়োজন করেছিলেন। কিন্তু তা ভেস্তে যায়। সুদীপের স্পষ্ট অভিযোগ, বিজেপির লোকজনই ঈর্ষান্বিত হয়ে রক্তদান শিবিরের মতো কর্মসূচিকে বানচাল করেছে।
এরপরেই যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায় ৬ আগরতলার বিধায়কের। তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, তেইশের ভোটে তিনি আর বিজেপির টিকিটে লড়বেন না। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, শোনা যাচ্ছে আপনাকে বিজেপি আর টিকিট দেবে না। পাল্টা সুদীপ বলেন, ‘উল্টোটা। আমি আর বিজেপির টিকিটে লড়ব না’।