বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। আর তারপরই বাংলার যুব শক্তি গোষ্ঠীর সদস্যদের ময়নাগুড়ি দুর্ঘটনায় সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঘটা দুর্ঘটনাটি ভয়াবহ। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সকলের সমব্যথী আমি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। উত্তরবঙ্গের সমস্ত বাংলার যুব শক্তি বাহিনীর সদস্যদের ময়নাগুড়িতে পৌঁছনোর আবেদন জানাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দিন।’ তাঁর নির্দেশের পরেই যুব শক্তি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়।
অভিষেক আরও বলেন, ‘আমি জানি এই কঠিন পরিস্থিতিতে আমাদের যুব শক্তি বাহিনীর সদস্যরা আর্তদের পাশে দাঁড়ানোর পণ নেবেন। উদ্ধারকাজ থেকে শুরু করে ত্রাণ পৌঁছনোর মতো কাজে এগিয়ে আসুন। আমরা সকলকে সাহায্য করব। কথা দিলাম।’ অন্যদিকে, অভিষেকের নির্দেশ পাওয়া মাত্র দেবাংশু ভট্টাচার্য জানান যে তিনি শুক্রবারই ময়নাগুড়ি পৌঁছবেন। যুব নেতা লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়নাগুড়ি আসছি। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিছু করা যায়।’ শুধু তাই নয়। সোশ্যাল মিডিয়ায় রক্তদানের আবেদনও করেন দেবাংশু। বলেন, ‘জলপাইগুলির ঘটনায় প্রচুর রক্তের প্রয়োজন। যাঁরা তাঁরা দয়া করে ব্লাড ব্যাঙ্কে চলে আসুন।’