ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতের সংখ্যা ৩৬। তবে জখম ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাতভর উদ্ধারকাজ চালিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, রেলপুলিশ। শুক্রবার ঘন কুয়াশার মধ্যেও থামেনি সেই কাজ। কোনও কামরায় কেউ আটকে আছেন কিনা তা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।
ক্রেন ব্যবহার করে দুমড়ে যাওয়া কামরা সরানো শুরু হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। ময়নাগুড়ি পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবারই টুইট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি বলেন, ‘এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ সন্ধ্যায় নিউ ময়নাগুড়ির কাছে বিকানির- গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কোচ উলটে যায়। উদ্ধারকাজের উপর ব্যক্তিগতভাবে নজর রাখছি।’
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন যেতে পারেন ঘটনাস্থলে। মমতা ঘটনার দিন বলেছিলেন, ‘বিকানির গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে আমি উদ্বিগ্ন। উত্তরবঙ্গের ডিএম, এসপি, আইজি-সহ রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা উদ্ধারকার্যে সাহায্য করছেন। গোটা ঘটনাটির উপর নজর রাখা হচ্ছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের হেডকোয়ার্টার থেকেও নজরদারি চালানো হচ্ছে।’ স্বাভাবিকভাবেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে।