আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, বিধাননগরের পাশাপাশি চন্দননগর পুর নিগমের নির্বাচন। আর তাতে ফের একবার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা চন্দননগরের দুইবারের মেয়র রাম চক্রবর্তীর ওপরেই আস্থা রাখছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পুরভোটে চন্দননগরের পুরভোটে ৩০ নম্বর ওয়ার্ড থেকে এবার প্রার্থী করা হয়েছে রাম বাবুকে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, তৃণমূল নেত্রী বেশ পছন্দ করেন রাম বাবুকে। দলের অন্দরে এবং পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে – উভয়েই যথেষ্ট সুনাম রয়েছে তাঁর। এক কথায় বেশ স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।
প্রসঙ্গত, সোজাসাপ্টা কথাই বেশি পছন্দের রাম চক্রবর্তীর। দলের অন্দরেও বেশ সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন তিনি। তাই মাঝে যখন রাজনৈতিক কারণে চন্দননগরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, চন্দননগরের পুর বোর্ড ভেঙে দেওয়ার জন্য। নালিশের সুরে বলেছিলেন, পুর সদস্যদের নিয়ে তিনি আর চলতে পারছেন না। এ হেন স্বচ্ছ ভাবমূর্তির রাম চক্রবর্তীর ওপর ফের একবার ভরসা রাখছেন তৃণমূল সুপ্রিমো। আসন্ন নির্বাচনে চন্দননগরের ৩০ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বাড়ি বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়াচ্ছেন। কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। তাঁদের দাবি-দাওয়ার কথাও শুনছেন।
