বিশ্বভারতীর উপাচার্য নিযুক্ত হওয়ার পর থেকে বারবারই বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে যেমন উঠেছে একাধিক অভিযোগ, তেমনি সরব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপকরাও। এমনকী হাইকোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। তবে এবার বিশ্বভারতীর অনলাইন বৈঠকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হল তাঁকে!
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতীর আধিকারিক এবং কর্মীদের নিয়ে মিউজিক থেরাপি চলছিল। অনলাইনে চলছিল সেটি। সে সময়ই ওই বৈঠকে অজানা অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা ঢুকে পড়েন এবং উপাচার্যকে কদর্য ভাষার গালি দিতে থাকেন। পরে অবশ্য বৈঠক থেকে বার করে দেওয়া হয়েছিল ওই অ্যাকাউন্ট। তবে ঘটনার জেরে চরম বিড়ম্বনায় পড়েছিলেন বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা। ঘটনার অডিয়ো ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়েছে নেটমাধ্যমে। যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি এখন খবর।
বিভিন্ন মন্তব্য করে গত কয়েক বছর ধরেই বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে নিয়ে ক্ষোভও রয়েছে আশ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী এবং পড়ুয়াদের একাংশের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বৈঠক চলাকালীন এ ভাবে নোংরা ভাষায় গালিগালাজের ঘটনা আগে ঘটেনি। ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, এক ব্যক্তিকে অশালীন ভাষায় আক্রমণ করছেন বিদ্যুৎকে। তার পর পরই আধিকারিকরা ওই অ্যাকাউন্টকে বৈঠক থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন।