১৫৮ বল লাগল অর্ধশতরান করতে। যখন সাজঘরে ফিরছেন নামের পাশে লেখা ৭৯। বল খেলেছেন ২০১। ব্যাটিং গড় ৩৯.৩০। যা মোটেই বিরাট কোহলিচিত নয়। কেপটাউনে দেখা গেল অন্য কোহলিকে। টেস্টে সব থেকে ধীরে অর্ধশতরানের নিরিখে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে কেরিয়ারের শুরুতে ১৭২ বলে অর্ধশতরান করেছিলেন কোহলি। সেটি তাঁর সব থেকে ধীরে অর্ধশতরান।
শতরান না এলেও কোহলির ব্যাটিং দেখে খুশি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তাঁর মতে, ভাগ্য ভাল থাকলে বড় রান করতেন বিরাট। গত দু’বছরের বেশি সময় ধরে বড় রান করতে পারছেন না বিরাট। তবে সেই বিষয়ে খুব একটা চিন্তিত নন রাঠৌর। তাঁর মতে কোহলির ব্যাট থেকে বড় রান শুধু সময়ের অপেক্ষা।
২০২০ সাল থেকে সময়টা ভাল যাচ্ছে না কোহলির। গত দু’বছরে মোট ১৪টি টেস্ট খেলে ২৬.০৮ গড়ে রান করেছেন কোহলি, যা তাঁর কেরিয়ার গড়ের (৫০.৩৪) থেকে অনেক কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেও বড় রান করতে ব্যর্থ হন কোহলি। অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন তিনি। দ্বিতীয় টেস্টে পিঠের ব্যথায় খেলতে পারেননি তিনি।