আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর পুর নিগমের নির্বাচন। তবে অতিমারি পরিস্থিতিতে জনসভা বা রোড শো-তে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। আর তাই বাড়ি বাড়ি গিয়ে প্রচারে হ্রাস টানতে রীতিমতো টেলি কলারের মাধ্যমে প্রচার শুরু করেছেন চন্দননগর পুরসভার এক তৃণমূল প্রার্থী৷ তবে পেশাদারি কোনও টেলি কলার নন, দলের মহিলা কর্মীদের কাজে লাগিয়েই ফোনে ফোনে প্রচার সারছেন তিনি৷ তাঁরা স্বেচ্ছায় এই কাজ করছেন৷ প্রত্যেককে নতুন সিম কার্ড দেওয়া হয়েছে৷
চন্দননগরেও ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহিত নন্দী জানান, এমন পরিস্থিতি যে হতে পারে তা আগেভাগে আঁচ করেই ব্যবস্থা নিয়েছিলেন তিনি৷ ভোটারদের নাম, ফোন নম্বরও সংগ্রহ করে নিজের মতো করে তথ্যভান্ডার তৈরি করে ফেলেছিলেন৷ এখন তারই সুফল পাচ্ছেন তিনি৷ তাঁর কথায়, ‘প্রচারে যে বিধিনিষেধ আরোপ হতে পারে, তা আগেই আন্দাজ করতে পেরেছিলাম৷ এখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে মানুষও ভয় পাবেন৷ সে কারণেই ফোন করে প্রচারের ব্যবস্থা করা হয়েছে৷ মেসেজ পাঠালে বা ভয়েস রেকর্ডিং করে পাঠালে তার মধ্যে আন্তরিকতা থাকে না৷ সেই কারণেই প্রত্যেককে ফোন করা হচ্ছে৷’
