দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন আবহে আইপিএল হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়ে গেল এ বারের নিলামের তারিখ। নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির খেলার ক্ষেত্রেও সরকারি ভাবে আর কোনও সমস্যা থাকল না। আগামী ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম হবে। এ বার মেগা নিলাম হচ্ছে। নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আহমেদাবাদকে দু’সপ্তাহের মধ্যে জানাতে হবে, তারা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে নিচ্ছে।
এপ্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, দু’টি নতুন দলকেই আইপিএলে খেলার জন্য সরকারি ভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেহেতু তারা এ বারই প্রথম আইপিএলে খেলবে, তাই তাদের নিলামের আগে ক্রিকেটার বাছার সুযোগ দেওয়া হচ্ছে। সেই তালিকা আগামী দু’ সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি ক্যাপিটালকে নিয়ে জটিলতা ছিল। অভিযোগ উঠেছিল, একটি বেটিং সংস্থায় তাদের বিনিয়োগ আছে। কিন্তু সব দিক খতিয়ে দেখার পর আইপিএল গভর্নিং কাউন্সিল দু’টি ফ্র্যাঞ্চাইজিকেই খেলার ছাড়পত্র দিয়েছে। আগেই জানা গিয়েছিল, চীনা সংস্থা ভিভোর বদলে এ বার আইপিএলের স্পনসরের দায়িত্ব পাচ্ছে টাটা গ্রুপ।
