উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি৷ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে দিলেন রাজ্যের প্রভাবশালী ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য৷ একা মৌর্য নন, তাঁর পথ অনুসরণ করে তাঁর আরও তিন বিধায়কও পদত্যাগ করেছেন৷ তাঁরা সকলেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হলেও এখনও সেই যোগদানের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। তবে, বিজেপি-কে একহাত নিতে থামছেন না স্বামী প্রসাদ মৌর্য। তাঁর দাবি, ‘আমি বিজেপি ছাড়ায় এখন দলে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, উত্তর প্রদেশের নির্বাচনে জাতপাতের অঙ্ক বরাবরই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে৷ পাঁচ বারের বিধায়ক স্বামী প্রসাদ রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় নেতা৷ একসময় মায়াবতীর ডান হাত ছিলেন তিনি৷ সেখান থেকে বিজেপিতে যোগদান। আর এবার ঠিক নির্বাচনের মুখে তাঁর গন্তব্য হতে চলেছে সমাজবাদী পার্টি।
এদিন একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে স্বামী প্রসাদ মৌর্য বলেন, ‘আমি শুধু মন্ত্রিত্ব ছেড়েছি। এবার খুব শীঘ্রই দল ছাড়ব।’ তবে, সেইসঙ্গে তাঁর সংযোজন, ‘আপাতত আমি সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছি না।’ আর বিজেপি প্রসঙ্গে তাঁর তীব্র আক্রোশ, ‘আমি বিজেপিকে প্রত্যাখ্যান করেছি। সেখানে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ যদিও সংবাদসংস্থাকে আবার তিনি বলেন, ‘আগামী ১৮ জানুয়ারি আমি সমাজবাদী পার্টিতে যোগ দেব। এখনও কোনও ছোট বা বড় নেতার থেকে আমি ফোন পাইনি। তবে, অখিলেশ যাদব আমাকে অভিনন্দন জানিয়েছেন।’
বিজেপি-র একহাত নিয়ে মৌর্য তাঁর পদত্যাগপত্রেও লিখেছেন, ‘মতাদর্শগত পার্থক্য থাকলেও আমি যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় মন দিয়ে কাজ করেছি বিগত বছরগুলিতে৷ কিন্তু দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, কৃষক, বেকার এবং ছোট ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার চলছে, তার প্রতিবাদেই আমি পদত্যাগ করলাম৷’ এবার সেই তিনিই বিজেপি-তে ভূমিকম্প লাগিয়ে দিয়েছেন বলে কটাক্ষ করলেন। সূত্রের খবর, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেননি স্বামী প্রসাদ৷ দু’ মাস আগেই নাকি তিনি যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ জানিয়েছিলেন৷ কিন্তু কোনও সাড়া পাননি৷ তারপরই চূড়ান্ত পদক্ষেপ।