প্রতিশ্রুতি রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকাদের ধাপে ধাপে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা শুরু হল। সোমবার ৫ বিষপানকারী শিক্ষিকা এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামে বদলির নির্দেশ বাতিল করল স্কুল শিক্ষাদফতর। সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে, বদলি রদের জন্য আবেদন করেছিলেন শিক্ষিকারা। সেই আবেদনই মঞ্জুর করা হল। আন্দোলনকারী ৭ জনের বেতন বন্ধ রেখেছিল সরকার। তাও চালু হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ই আগস্ট শিশুশিক্ষা কেন্দ্রের ২৬ জনকে বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হয়। কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষাদফতর। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। বদলি করা হয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামকেও। শিক্ষাদফতরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন। এর পর গত ২৪শে আগস্ট আন্দোলনরত ওই ৫ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেও ভর্তি করা হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। চলে রাজনৈতিক চাপানউতোরও। এরপর রাজ্য সরকার তাদের বদলি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়।