কৃষকদের সাহায্যের কথা ভেবেই কিষাণ নিধি চালুর সিদ্ধান্ত। অথচ এবার সেই টাকাই কেন্দ্রকে ফেরত দিতে হবে তাঁদের! হ্যাঁ, কিস্তি প্রক্রিয়ায় সাম্প্রতিক সমস্যার কারণে এবার উত্তরপ্রদেশের ৭ লাখেরও বেশি কৃষককে সম্ভবত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের ১০ তম কিস্তির অধীনে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হতে পারে। একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, যোগী রাজ্যের কৃষকরা যারা অর্থ ফেরত দিতে পারে তারা হয় অন্য কোথাও থেকে আয়ের জন্য আয়কর প্রদান করছে বা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে নগদ সুবিধা পাওয়ার যোগ্য নয়।
প্রসঙ্গত, পিএম কিষাণ স্কিমের শর্তাবলী অনুসারে, এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়। সরকার এই স্কিমে ২০০০ টাকার তিনটি কিস্তি দিয়ে থাকে৷ যে সমস্ত কৃষকরা অর্থ পেয়েছেন কিন্তু সেই অর্থের তাঁরা যোগ্য নন তাদের টাকা ফেরত দিতে হবে। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে কর্মকর্তাদের উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘রাজ্য বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই জাতীয় অযোগ্য সুবিধাভোগীদের অর্থ ফেরত দেওয়ার কিছু উপায় থাকবে। এরপরে, তারা স্বেচ্ছায় টাকা ফেরত দেওয়ার জন্য নোটিস পেতে শুরু করবেন।’ এমনকী কৃষকরা সময়মতো টাকা ফেরত না দিলে কেন্দ্র তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে বলেও খবর।