কিউয়িদের দেশে সিরিজের প্রথম টেস্ট জিতে সমর্থকদের মনে জাগিয়েছিলেন আশা বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দ্বিতীয় টেস্টেই মুখ থুবড়ে পড়লেন তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ১১৭ রানে হারতে হল মোমিনুল হকদের। ফলে ১-১ ব্যবধানে ড্র হল সিরিজ। প্রথম ইনিংসে ৩৯৫ রানের বিশাল লিড নিয়েছিল নিউজিল্যান্ড। ফলো অন করানোর পরে ব্যাট করতে নেমে শতরান করেন লিটন দাস। তাও বাঁচানো যায়নি হার। কারণ লিটন ছাড়া দলের বাকি ব্যাটাররা বড় রান পাননি। বেশ কয়েক জন শুরুটা ভাল করেও উইকেট দিয়ে আসেন। ১০২ রান করে আউট হন লিটন।
টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের ফার্স্ট বোলাররা জ্বলে উঠলেন। ৪ উইকেট নিলেন কাইল জেমিসন। নিল ওয়াগনার নিলেন ৩ উইকেট। টিম সাউদির দখলে ১ উইকেট। তবে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। সিরিজের প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং – দুই বিভাগেই নিউজিল্যান্ডকে টেক্কা দিয়েছিল তারা। দুই টেস্টের সিরিজ হওয়ায় সিরিজ জয়ের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই স্বপ্ন সত্যি হল না। লজ্জাজনকভাবে দ্বিতীয় টেস্ট হারল বাংলাদেশ।