কোভিডের বাড়াবাড়ি। আগামী দু’মাস তাই সমস্ত রাজনৈতিক বা ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ার সফরও বাতিল করেন। তাঁর এই অভিমতকে এক কথায় সমর্থন জানিয়েছে চিকিৎসকমহল। সোমবার সেই ঝলক দেখা গেল বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের টুইটে। অভিষেকের বক্তব্য তাঁর অভিমত ব্যক্তিগত হলেও তাকে দরাজ গলায় সমর্থন করেন ডাক্তার সরকার। বিশিষ্ট চিকিৎসককে পাল্টা কুর্নিশ জানিয়ে টুইট করেন অভিষেক।
নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারকে সুরক্ষিত রাখতে চেয়ে ক’দিন আগেই একাধিক পদক্ষেপ নিচ্ছেন বলে জানান অভিষেক। তার মধ্যে ‘ডক্টর অন হুইল’ বিশেষ উল্লেখযোগ্য। কোভিড রোগীদের দুয়ারে গিয়ে দেখে আসবেন চিকিৎসক। শুধু এই কাজের জন্যই চিকিৎসকদের একটি বিশেষ দল তৈরি হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য দপ্তরের ক্যাম্প বসবে একাধিক জায়গায় দফায় দফায়। মূল লক্ষ্য ওই এলাকায় চিকিৎসা পরিষেবার সমস্ত ফাঁকফোকর ঢেকে দেওয়া।
এ ছাড়া অন্যতম পদক্ষেপগুলির মধ্যে সমস্ত রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখার কথা বলেছেন। নিজে করবেন না বলে বাকিদেরও বন্ধ রাখার আবেদন করেছেন। বাজারগুলির জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এদিন একটি টুইট করেন ডাক্তার কুণাল সরকার। লেখেন, ‘অভিষেক যা বলেছেন তা সমর্থন করি। তাঁর এই চিন্তাভাবনা বাস্তাবায়িত করা হোক’। তিনি অভিষেককে যে কতটা সমর্থন করছেন তা তাঁর এই আপাত ছোট বাক্য থেকেই স্পষ্ট।
এর পালটা অভিষেক টুইট করেই লেখেন, ‘ডাক্তার কুণাল সরকারকে ধন্যবাদ। আপনার পরামর্শ আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার মতো কাজ করবে। আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। মানুষের ভাল থাকা আমাদের নিশ্চিত করতে হবে’।