আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে সত্যি করে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশই আরও চওড়া হচ্ছে তার থাবা। তবে এরই মধ্যে সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়েছেন মোট ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। অর্থাৎ গতকালের তুলনায় তা ৬.৪ শতাংশ কমেছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০।
অন্যদিকে, উদ্বেগজনক ভাবে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬১ জন। আবার, দৈনিক আক্রান্ত কমলেও ফের বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ২৭৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩।
এদিকে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার ১৩১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯ জন। অস্বস্তি বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন।