দিলীপ ঘোষের প্রচার ঘিরে ধুন্ধুমার আসানসোলে। কোভিড বিধিভঙ্গের অভিযোগে প্রচার আটকায় পুলিশ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। পাল্টা পুলিশকে ধাক্কা মেরে এগিয়ে গেলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে হইহই কাণ্ড আসানসোলে।
এদিন রামনগর এলাকায় বিজেপির প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁদের পথ আটকায় পুলিশ। তাঁদের দাবি, এত জন নিয়ে প্রচার করা যাবে না। এতে কোভিড বিধি ভঙ্গ হচ্ছে।
পাল্টা দিলীপ বলেন, সিকিউরিটি বাদ দিয়ে পাঁচ জন রয়েছেন। মানুষ যদি তাঁর মিছিলে আসেন তাহলে সেই দায় তিনি নেবেন না। পাল্টা পুলিশ জানায়, যাঁরা প্রচার করছেন লোকসংখ্যার দায়িত্ব তাঁদেরই নিতে হবে। পুলিশ তা নেবে না। এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি।
এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, পুলিশকে কার্যত কনুই দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন দিলীপ। লোকজন নিয়ে এগিয়ে যেতে থাকেন। পিছনে ছুটতে থাকে পুলিশও। এরপর ফের দিলীপের সামনে এসে পথ আটকায় পুলিশ। সেইসময়েই কর্মীসমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়েন মেদিনীপুরের সাংসদ। খানিকক্ষণ তা চলার পর ওই জায়গা থেকে বরাকরের উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ।