শিয়রে রাজ্যের চার পুরনিগমের ভোট। স্বাভাবিকভাবেই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে আসানসোলে গিয়ে তৃণমূল প্রার্থীর ক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই তৃণমূল প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
আজ অর্থাৎ মঙ্গলবার আসানসোলে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির। এদিন আসানসোলে ভোট প্রচার করার কথা রয়েছে দিলীপ ঘোষের। তবে তার আগে সকালে আসানসোলের ৪১ নম্বর ওয়ার্ডের দিলনগরে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি সাংসদ। সেখান থেকে ফেরার পথে আচমকা বাইকে এসে তাঁর পথ আটকান ৪১ নম্বরের তৃণমূল প্রার্থী রণবীর সিং জিতু। দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ওই ওয়ার্ডের বিদায়ী মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।
ওই তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, বিদায়ী বিজেপি কাউন্সিলর তথা এবারের প্রার্থী ভৃগু ঠাকুর এলাকার উন্নয়নের জন্য কোনও কাজই করেননি। দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি। পরিস্থিতি সামাল দিতে সঙ্গ সঙ্গে ময়দানে নামে পুলিশ। ওই ব্যক্তিকে সরাতেই এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। এরপর দিলীপ ঘোষ নাটক করছেন বলে কটাক্ষ করেন রণবীর ওরফে জিতু। বিজেপি রামের নাম বিক্রি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।