বাংলার মতো আরেক বিরোধী শাসিত রাজ্য কেরালাতেও চরমে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। পিনারাই বিজয়ন সরকারের সঙ্গে সংঘাতের জেরে খবরের শিরোনামে এসেছে আরিফ মহম্মদ খানের নাম। সংঘাত এই পর্যায়ে পৌঁছেছে যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ ছেড়ে দিতে চেয়েছেন তিনি। সেই ইচ্ছা সরকারি ভাবে মঞ্জুর না হলেও এখনও আচার্য হিসেবে কোনও ফাইল দেখছেন না। বরং পশু-পাখিদের তদারকি করেই সময় কাটিয়ে দিচ্ছেন তিনি! হ্যাঁ, তিরুঅনন্তপুরমের রাজভবনে রীতিমতো পশুখামার খুলে বসেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
ওই খামারে এখনও পর্যন্ত ঠাঁই হয়েছে দু’টি বিরল প্রজাতির গরু, ১০টি ছাগল ও ২০টি মোরগের। কেরালার সরকারি প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও খামার প্রশিক্ষকদের একটি দল এখন রাজভবনের কর্মীদের হাতে-কলমে শেখাচ্ছেন, কীভাবে গরু-ছাগল সামলাতে হবে! আর সময় পেলেই চতুষ্পদ ও দ্বিপদ সকলের কাণ্ডকারখানা সরেজমিনে দেখে যাচ্ছেন রাজ্যপাল। তাঁর দাবি, রাজভবনকে দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর করে তুলবেন তিনি৷ বাইরে থেকে আর দুধ কিনে আনতে হবে না।