রাজ্যে এই মুহূর্তে শীতের ইনিংস চলছে৷ তবে এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, সোমবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। এবারের অকাল বৃষ্টি ফসলের ক্ষতি করতে পারে বলে সোমবার রাজ্যের সব জেলাশাসককে সতর্ক করে চিঠি দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই চিঠিতে একগুচ্ছ পরামর্শের পাশাপাশি জেলার কৃষি আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
জেলাশাসকদের কাছে পাঠানো চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, ‘রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। তাই ফসলের যাতে ক্ষতি না হয়, তার জন্য মাঠে যে সমস্ত ফসল ও সবজি রয়েছে, অবিলম্বে তা তুলে ফেলার জন্য চাষিদের নির্দেশ দিতে হবে। রবিশস্যের সময় হলেও এখনই নতুন করে কোনও ধানের চারা রোপন করা যাবে না। মাঠে যাতে জল না জমে, তার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
আবহাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে, সোমবার বিকেলের পর থেকেই বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।