সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দুদের অস্ত্র ধরার আহ্বান জানান হয়েছিল হরিদ্বারে ডিসেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলা ধর্ম সংসদে। ধর্মীয় নেতা যতি সঙ্ঘানন্দ সেই ধর্মসভায় বলেছিলেন, মুসলিম হমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। তাঁরা ঘুরপথে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যারই ডাক দেন। যা নিয়ে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস কর্মী কপিল সিব্বল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা জানিয়েছেন, তাঁরা ওই মামলা শুনতে রাজি আছেন। সিব্বল বলেন, ‘হরিদ্বারে ১৭ থেকে ১৯ ডিসেম্বর ধর্ম সংসদ হয়। তার বিরুদ্ধে আমি জনস্বার্থের মামলা করেছি। আমরা এখন খুব কঠিন সময়ে বাস করছি। দেশের মূল নীতি আগে ছিল ‘সত্যমেব জয়তে’। এখন সেই নীতি বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে।’ ধর্ম সংসদের কয়েকজন উদ্যোক্তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে পুলিশ।