কিছুদিন আগেই ১০০ মুসলিম মহিলার ছবি পোস্ট করে তাঁদের নিলামে তোলা ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা ২১ বছরের নীরজ বিষ্ণোইকে আসামের জোড়হাট থেকে গ্রেফতার করেছিল দিল্লী পুলিশ। এবার পুলিশের জালে বিতর্কিত ‘সুল্লি ডিলস’-এর মাথাও।
প্রসঙ্গত, বুল্লি বাইয়ের মতো এই অ্যাপের মাধ্যমেও মুসলিম মহিলাদের সম্মানহানি করা হত। অনুমতি ছাড়াই বিভিন্ন মুসলিম মহিলাদের ছবি এই অ্যাপে দিয়ে তাদের নিলাম করার অভিযোগ উঠেছিল। গত বছর জুলাই মাসে এই অ্যাপটি সামনে আসে। ৮০ জন মুসলিম মহিলার ছবি দিয়ে নিলাম করা হয় এই অ্যাপে। এই অ্যাপের মাস্টারমাইন্ডকে দিল্লী পুলিশ এতদিন খুঁজছিল। অবশেষে সেই মাস্টারমাইন্ড ওমকারেশ্বর ঠাকুর ইন্দোর থেকে ধরা পড়েছেন।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ওম ঠাকুর ইন্দোরের আইপিএস একাডেমির থেকে বিসিএ পাশ করেছে। ২৬ বছরের ওম ঠাকুর গিটহ্যাবের মাধ্যমে এই অ্যাপ তৈরি করে এবং টুইটারে শেয়ার করে। পুলিশ আরও জানায়, ওম ঠাকুর টুইটারের একটি মুসলিম মহিলা বিরোধী গ্ৰুপে মেম্বার ছিল। তবে ওম ঠাকুর তার সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল সম্প্রতি। এই অ্যাপ সবার সামনে আসার পরই নিজেকে আড়াল করে ফেলে ওম ঠাকুর। যদিও শেষরক্ষা হল না।