গতবছরের ৩১ জানুয়ারি হয়ে গিয়েছিল পরীক্ষা। অবশেষে সোমবার ফল ঘোষণা হল প্রাথমিক টেটের। এদিন যে ফল ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাতে দেখা গিয়েছে পরীক্ষায় পাস করেছেন মোট ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। https://wbtetresult.in/index.php ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সাবমিট করলেই জানা যাবে পরীক্ষার ফল।
যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা চাকরি পাবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে ৫৫ হাজারের মতো পরীক্ষার্থী ছিলেন অনুপস্থিত। পরীক্ষা দেন মোট ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন। তাঁদের মধ্যে ১২ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষায় পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন।