দেবীমূর্তির পাদদেশে লুটিয়ে রয়েছে এক সদ্য কাটা নরমুণ্ড! এমনই ভয়ংকর এক দৃশ্য দেখা গেল তেলেঙ্গানার নালগোন্দা মন্দিরে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। প্রশ্ন উঠেছে, তাহলে কি কেউ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর উদ্দেশে বলি দিতেই ওই ব্যক্তিকে খুন করেছে? পুলিশ অবশ্য প্রাথমিক ভাবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
ঠিক কী হয়েছিল? সোমবার ভোরবেলা মেট্টু মহানকালী মন্দিরের পুরোহিত রোজকার মতোই পুজো করতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। কিন্তু তখনই তিনি শিউরে উঠে আবিষ্কার করেন দেবীমূর্তির পায়ের কাছে সত্যিকারের একটি নরমুণ্ড!
দ্রুত খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। ঘিরে ফেলা হয় এলাকা। তদন্তকারী অফিসার জানিয়েছেন, উদ্ধার হওয়া কাটা মাথা থেকে পরিষ্কার, মৃতের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। সম্ভবত অন্যত্র তাঁকে খুন করে মন্দিরের ভিতরে মাথাটি ফেলে গিয়েছে খুনি। কেননা মন্দির চত্বরে কোথাও কোনও রক্তের দাগ নেই। মনে করা হচ্ছে মৃতের ধড়টি হয়তো অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার বীভৎসতায় স্তম্ভিত এলাকাবাসী। উঠছে নরবলির গুঞ্জনও। কিন্তু পুলিশের মতে, এটি স্পষ্টতই একটি নৃশংস খুন। এর সঙ্গে নরবলির কোনও উদ্দেশ্য নেই বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। মনে করা হচ্ছে, পরিচয় জানলে এবিষয়ে আরও পরিষ্কার ছবি পাওয়া যাবে।