এবার করোনা আক্রান্ত হলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এদিকে আজই আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের করোনা আক্রান্ত হওয়ার খবরও সামনে এসেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ দেব ও মিমি চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। টুইট করে নিজেরাই জানিয়েছিলেন সে কথা। এছাড়াও অরূপ বিশ্বাস, সুজিত বসু, রাজ চক্রবর্তী সহ দলের আরও বেশ কিছু বিধায়ক এই মহামারীতে আক্রান্ত হয়েছেন। সবাই কোভিড বিধি মেনে নিজেদের ঘরবন্দি করেছেন। এবং সম্প্রতি ওঁদের সংস্পর্শে আসা মানুষদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।