আগামী দু’মাস কোনও রাজনৈতিক সভা করা যাবে না। শনিবার দক্ষিণ ২৪ পরগনায় জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার পর এমনটাই জানালেন ডায়মণ্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত নিজের সাংসদ এলাকাতেই এই বিধি জারি করলেন সাংসদ।
বর্তমানে রাজ্যে লাগামছাড়া হারে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ডায়মণ্ড হারবারেও বেড়ে চলেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকায় ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত বন্ধ করার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও রাজনৈতিক সভা নয়। কোনও ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ করা চলবে না।’
গোটা রাজ্যে বা জেলায় কি রাজনৈতিক সমাবেশ বন্ধ করার নির্দেশ চালু হচ্ছে? জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে বা জেলায় কোনও নির্দেশিকা চালু করার এক্তিয়ার আমার নেই। আমি ডায়মণ্ড হারবারের সাংসদ। কেবল নিজের এলাকাতেই এই নির্দেশিকা চালু করার নির্দেশ দিলাম।’ তবে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে সমস্ত দলীয় সাংসদ, বিধায়কদেরও ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত বন্ধ করার নির্দেশিকা জারি করার অনুরোধ করবেন বলে জানিয়েছেন অভিষেক।