ঘোষিত হল পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন। উত্তরপ্রদেশে ৭ দফা, মণিপুরে দু’দফা এবং পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে এক দফায় বিধানসভা ভোট করানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে নির্বাচন হবে ১০ ফেব্রুয়ারি। এর পর থেকে শুরু হবে নির্বাচন। পাঁচ রাজ্যে ভোটগণনা হবে ১০ মার্চ।
শনিবার দুপুর সাড়ে তিনটের সময় সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন প্রধান নির্বাচনী অধিকারিক সুশীল চন্দ্র। বৈঠকে কমিশনের তরফ থেকে জানানো হয়, সমস্ত কোভিড বিধি মেনে এ বারের নির্বাচন পরিচালনা করা হবে। সমস্ত দল ও সমস্ত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হয়েছে ব্লুপ্রিন্ট। এ বারের নির্বাচনে মোট ভোট দেবেন ১৮ কোটির বেশি ভোটার। বিশেষ জোর দেওয়া হয়েছে মহিলাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে।
বিভিন্ন বুথে যাতে পরিকাঠামো ঠিক থাকে, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। যাতে করোনা পরিস্থিতি সামলাতে সব ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেও খেয়াল রাখা হবে। এ ছাড়া কোভিড পরিস্থিতির কারণে বুথের সংখ্যা বাড়ছে ৩০ হাজারের বেশি। এ ছাড়া সুযোগ থাকবে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়ারও। কোভিডের কারণেই অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার পরামর্শ দেবে কমিশন। ৫ রাজ্যে মোট ৯০০ জন পর্যবেক্ষক নিয়োগ করা হবে।
নির্বাচনকর্মীরা সকলেই করোনার দুটি টিকাপ্রাপ্ত হবেন। তাঁদের বুস্টার ডোজও দেওয়া হবে। নির্বাচনকর্মীরা নিরাপদে কাজ করতে পারবেন। পাঁচ রাজ্যের মুখ্য-সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত টিকাকরণের কাজ সেরে ফেলতে চেষ্টা করেন। যেন বেশিরভাগ মানুষকে দুটি টিকা দেওয়া হয়ে যায়। ইতিমধ্যে এই পাঁচ রাজ্যে ১৫ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গিয়েছে। তবুও কোভিডের কারণে, ভোটদানের সময় এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে এই পাঁচ রাজ্যে।