শীতের আমেজে বেশ মেতে উঠেছে বঙ্গবাসী। সকালে কুয়াশায় মোড়া কনকনে শীত, বেলা গড়াতেই নরম রোদ্দুর,আবার সূর্য ডুবতেই কড়া ঠান্ডার পরশে যেন এক আদর্শ শীতকাল পোহাচ্ছে রাজ্য। তবে এই সপ্তাহই শেষ। সোমবার থেকেই শীতের মাঠে খেলতে নামবে বৃষ্টি। একজোড়া পশ্চিমী ঝঞ্ঝা সেই আশাতেই তাল ঠুকছে উত্তর ভারতে।
মঙ্গলবারই কলকাতার তাপমাত্রা নেমেছিল ১২.৬ ডিগ্রিতে। এই মরসুমের শীতলতম দিন ছিল সেটিই। তবে ওই একদিনই। তীব্র ঠান্ডা সেভাবে আর কোনও দিনই ছিল না। ডিসেম্বরে এ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার গড় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই এ রাজ্যে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত। কলকাতা-সহ মোট ৭ টি জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। সোমবার থেকেই কলকাতার আংশিক মেঘলা থাকবে। হতে পারে বৃষ্টিপাতও। আর এই ঝঞ্ঝার জেরে শীত ছুটি নেবে, আগামী চারদিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
আজ শুক্রবার কলকাতায় ভোর থেকেই কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই রোদ উঠছে।আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে বলে খবর। ভারী তুষারপাতে ছেয়ে আছে উপত্যকা। আরও একটি ঝঞ্ঝা আসছে পেছন পেছন। এর ফলে একটানা অনেকদিন দুর্বল থাকবে হিমেল হাওয়া।