চলতি অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন বড়সড় ব্যাটিং বিপর্যয়ের মুখ থেকে ফিরল ইংল্যান্ড। একটা সময় ৩৬ রানে ৪ উইকেট হারিয়েও লড়াইয়ে ফিরে এল তারা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৮/৭। অধিনায়ক জো রুট আউট হন কোনও রান না করে। এবারের অ্যাশেজে ইংরেজ অধিনায়ক ছাড়া কারও ব্যাটই সেভাবে প্রভাব ফেলেনি। রুট শূন্য রানে ফিরে যেতে সিঁদুরে মেঘ দেখছিল ইংরেজরা। কিন্তু এরপর ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে আনলেন বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো।
যদিও ভাগ্যের জোরে বেঁচে যান স্টোকস। ক্যামেরন গ্রিনের বল তাঁর উইকেটে লাগলেও বেল পড়েনি। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে জীবন ফিরে পান স্টোকস। ৬৬ রান করেন তিনি। নেথন লায়নের বলে স্টোকস আউট হলেও দিনের শেষে ক্রিজে অপরাজিত শতরান করা বেয়ারস্টো। ১৪০ বল খেলে ১০৩ রানে অপরাজিত তিনি। সঙ্গে রয়েছেন জ্যাক লিচ।
পাশাপাশি, ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্ক উড। তবে এখনও ১৫৮ রানে পিছিয়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং স্কট বোলান্ড। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন এবং নেথন লায়ন। সিরিজে ০-৩ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টেও বেশ ভাল জায়গায় অস্ট্রেলিয়া। অ্যাশেজ হারালেও ইংল্যান্ডের লক্ষ্য, বাকি ম্যাচ জিতে মানরক্ষা। সেই চেষ্টাই করছেন বেয়ারস্টোরা।