একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়েছে চরম গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেতা-কর্মীরা। হিড়িক পড়ে গিয়েছে দলত্যাগেরও। এই পরিস্থিতিতে যখন স্বাভাবিকভাবেই বিব্রত গেরুয়া শিবির, তখন মুখ খুলে দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন অনুপম হাজরা। হ্যাঁ, পুরভোটে প্রার্থী বাছাই নিয়ে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। টুইটারে উগরে দিলেন ক্ষোভ।
কলকাতা বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হওয়ায় বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। গোদের উপর বিষফোঁড়ার মতো চেপে বসেছে কলকাতা পুরভোটে বিপর্যয়। একের পর এক নেতা-কর্মীদের দলবদল। এমন পরিস্থিতিতে চলতি মাসেই রাজ্যের ৪ পুরনিগমে নির্বাচন। সেই নির্বাচনেও প্রার্থী বাছাই নিয়ে কম জলঘোলা হয়নি। আসানসোলের এক প্রার্থী তো মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে দল বদল করেছেন। আর এই ঘটনাতেই রাজ্য বিজেপির ওপর বেজায় চটেছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
টুইটারে তিনি লিখেছেন, ‘কে যে প্রার্থী বাছাই করে!!!??? আর কিসের ভিত্তিতে যে প্রার্থী বাছাই করা হয়, ভগবান জানে!!!’ দলের এ ধরনের সিদ্ধান্তে তিনি অত্যন্ত ‘বিরক্ত’ এবং ‘লজ্জিত’ বলেও উল্লেখ করেছেন ওই পোস্টে। তাঁর এহেন পোস্টে রাজ্য বিজেপির বিড়ম্বনা যে আরও বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই প্রথমবার নয়। এর আগেও দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুপম। গত বছর অক্টোবরে তিনি বলেন, ‘তৃণমূল থেকে আসা সুযোগসন্ধানী নেতাদের নিয়ে আমরা মাতামাতি করেছি। পুরনোদের ভুলে গিয়েছি। এটা ভুল ছিল আমাদের।’