একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ গোয়া। ফেব্রুয়ারি-মার্চ মাসে সে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ফের সৈকত রাজ্যে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। দলে যোগ দিলেন কংগ্রেসের রাজ্য মুখপাত্র রাখি প্রভুদেশাই নায়েক।
প্রসঙ্গত, মাস দু’য়েক আগেই শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাখি। তাঁকে দলের রাজ্য মুখপাত্রও নিয়োগ করা হয়। কিন্তু দু’মাসের মধ্যেই নিজের ‘ভুল’ বুঝতে পারেন ওই কংগ্রেস নেত্রী। তাঁর বক্তব্য, গোয়ার কংগ্রেস নেতৃত্ব দিশাহীন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কাজ করছেন স্থানীয় নেতারা। বুধবার দুপুরেই কংগ্রেসের মুখপাত্রের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন রাখি। এরপরই সন্ধেয় গোয়া তৃণমূলে যোগ দেন তিনি।
উল্লেখ্য, ত্রিপুরার পর পশ্চিম ভারতের সৈকত রাজ্য গোয়ায় সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার গোয়ায় ঘুরে এসেছেন। তাঁর হাত ধরে সেখানে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি। এবার সেই তালিকায় যোগ হল রাখির নাম। কংগ্রেসের প্রভাবশালী নেত্রীর যোগদান যে গোয়ায় তৃণমূলকে আরও উদ্বুদ্ধ করবে, সে কথা বলাই বাহুল্য।