আগামী ২২শে জানুয়ারি বাংলার চারটি পুরনিগমে ভোটগ্রহণ হবে। কোভিড বিধি মেনে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে যেনতেন প্রকারেণ, বারবার ভোট পিছোতে মরিয়া পদ্মশিবির। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সহ-সভাপতি সৌমিত্র খাঁ বিষয়টি নিয়ে করজোড়ে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলন করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেছেন, “খেলা, মেলা, উৎসব করার জেরে এই রাজ্যে করোনা বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভা নির্বাচন করানো উচিত নয়। চার-পাঁচমাস পরে করোনার প্রকোপ কমলে পুরসভা নির্বাচন করা হোক। ”
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরাজয়ের ভয়েই কি নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া বিজেপি? সৌমিত্র খাঁ-এর মন্তব্যের পর জোর কটাক্ষ করা হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। তারা বলছে, কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির যতজন প্রার্থী জিতেছে, তাঁরা একটি স্কুটারে চেপেই পুরসভায় যেতে পারবেন। সেই পরিস্থিতিতেই ভোট হতে চলেছে অন্য পুরসভাগুলিতে। তৃণমূলের মতে, সৌমিত্র খাঁ বুঝে গিয়েছেন, রাজ্যের পুরসভাগুলিতে বিজেপির জয় একেবারেই আকাশকুসুম কল্পনা। সেই কারণেই এমন মন্তব্য।