ট্রাভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় দলে জায়গা হয়েছিল তাঁর। নির্বাচকদের আস্থার মান রাখলেন তিনি। বলেছিলেন, শতরান করবেন। দু’বছর পর টেস্ট দলে ফিরে সেটাই করে দেখালেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার উসমান খোয়াজা। তাঁর ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বড় রান করল অস্ট্রেলিয়া। বৃষ্টিতে প্রথম দিনের অনেকটা খেলা ভেস্তে যায়। দ্বিতীয় দিন অবশ্য তা হয়নি। প্রায় ৭৩ ওভার খেলা হয়। তার বেশিরভাগ জুড়ে ব্যাট করে অস্ট্রেলিয়া। প্রথম দিনের অপরাজিত দুই ব্যাটার খোয়াজা ও স্টিভ স্মিথের মধ্যে ১১৫ রানের জুটি হয়। ৬৭ রান করে আউট হন স্মিথ।
পাশাপাশি নিজের লক্ষ্য স্থির রেখে ব্যাট করছিলেন খোয়াজা। শতরান করার পরে আকাশের দিকে তাকালেন। অবশেষে ১৩৭ রানে শেষ হল তাঁর ইনিংস। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্সের ২৪ ও মিচেল স্টার্কের ৩৪ রানের দৌলতে ৮ উইকেটে ৪১৬ রান করে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া।।ইংল্যান্ডের বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ৫ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে ১৩ রান ইংল্যান্ডের। ৪০৩ রানে পিছিয়ে আছেন জো রুটরা।