বারবার বৃষ্টির জেরে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন ৪০ ওভারের বেশি নষ্ট হল খেলা। মাঝে মধ্যেই খেলা বন্ধ রাখতে হল। তার মধ্যেই প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারে ১২৬ রান করল অস্ট্রেলিয়া। বদলে ৩ উইকেট তুলে নিলেন ইংল্যান্ডের বোলাররা। বুধবার সিডনিতে ম্যাচ শুরু হতে দেরি হয়। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ট্রাভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় সুযোগ পান আর এক বাঁ হাতি উসমান খোয়াজা।
এদিন শুরুটা ভাল করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। ৫০ রানের জুটি বাঁধেন তাঁরা। দেখে মনে হচ্ছিল ফের বড় রান করবেন অজি ওপেনাররা। ঠিক তখনই ৩০ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন ওয়ার্নার। ৩৮ রান করে আউট হন হ্যারিস। তিনে নামা মার্নাশ লাবুশেনও ২৮ রান করে আউট হন। উল্লেখ্য, প্রথম তিনটি টেস্ট জিতে ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কোনও প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। কামিন্সদের কাছে সুযোগ রয়েছে ৫-০ ব্যবধানে সিরিজ জেতার। অন্য দিকে শেষ দুই টেস্টে সম্মান রক্ষার লড়াই জো রুটদের। এখন দেখার, টেস্টের দ্বিতীয় দিন কেমনভাবে শুরু করে দুই দল।