যদি কেউ করোনা আক্রান্ত হন সে ক্ষেত্রে ৫ দিন বাড়িতে থাকতে হবে। ৫ দিন পর যদি কোনও উপসর্গ না দেখা যায়, তাহলে বাড়ির বাইরে বেরতে পারেন। এমনটাই বলা হয়েছে, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি-গাইডলাইনে৷ এবার সে পথে হেঁটে আইসোলেশনের মেয়াদ কমল ভারতেও। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করল, যেখানে মৃদু উপসর্গ থাকলে আইসোলেশনের মেয়াদ কমিয়ে ৭ দিন করার কথা বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরপর তিন দিন যদি জ্বর না আসে, তাহলে আইসোলেশন থেকে মুক্তি পেতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে। এত দিন পর্যন্ত করোনা পরীক্ষা হওয়ার থেকে ১৪ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হত। এবার সেই মেয়াদ কমানো হল।
প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশেই সম্প্রতি আইসোলেশনের মেয়াদ কমানো হয়েছে। বিশেষত, ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যেহেতু আক্রান্তদের মধ্যে খুব ভয়ঙ্কর উপসর্গ দেখা যাচ্ছে না, তাই এই আইসোলেশনের মেয়াদ কমানোর কথা বলেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বুধবার গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা পরীক্ষা হওয়ার দিন থেকে শুরু করে অন্তত ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে আক্রান্তকে। যদি শেষ তিন দিন কোনও জ্বর না আসে, সে ক্ষেত্রে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। অর্থাৎ শেষ তিন দিনে জ্বর এলে আইসোলেশন জারি থাকবে। সেই সঙ্গে এও বলা হয়েছে, আইসোলেশন হওয়ার পর করোনা পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই। উপসর্গ না দেখা দিলে করোনা পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই বলেও জানান হয়েছে গাইডলাইনে।