বোমা বিস্ফোরণে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মৃত্যু হল ২ জনের। এরা দু’জনই খেজুরি ২ নং ব্লকের ভাঙনমারি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। জখম আরও ৪ তৃণমূল কর্মী। এই ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির দাবি বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি । বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ নাকি আগে থেকে রেখে দেওয়া বোমা ফেটে মৃত্যু? বিস্ফোরণের ঘটনা কি বিজেপির পরিকল্পিত? জেলা তৃণমূল যুব সভাপতি জানান, এ নিয়ে পুঙ্খনাপুঙ্খ তদন্ত হবে।
উল্লেখ্য, একুশের ভোটে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জয়ী হওয়ার পর থেকেই এলাকায় রাজনৈতিক অশান্তি চলছে বলেই অভিযোগ স্থানীয়দের। বিস্ফোরণে ২ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা সেই অশান্তি আরও বাড়িয়ে তুলল, তা বলাই বাহুল্য। ২ জনের মৃ্ত্যুর ঘটনা ঘিরে ফের সরগরম খেজুরির রাজনৈতিক পরিস্থিতি।