ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও এবার তৃতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তাঁর স্ত্রী, বাবাও কোভিড পজিটিভ। ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাবুলের সঙ্গে কর্মরত একাধিক ব্যক্তিও।
এদিন নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন বাবুল। টুইটে তিনি লেখেন, ‘আমার বাবার ৮৪ বছর বয়স। এই মুহূর্তে তাঁর জরুরিভিত্তিতে ককটেল অ্যান্টিবডি ইনজেকশনের প্রয়োজন। তবে বাজারে সেটি অমিল। ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েও যখন মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তখন সরকারের উচিত এই ককটেল ইনজেকশন সরকারি হাসপাতালে সরবরাহ করা। ককটেল ইনজেকশনই এখন নিড অফ দ্য আওয়ার।’
একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি বলেন, ‘এই অ্যান্টিবডি ককটেল ইনজেকশনের দাম ৬১ হাজার টাকা। এতটা ব্যয়বহুল পরিষেবা কীভাবে বহন করবে সাধারণ মানুষ?’ বাবুল জানান, ‘এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলাম। প্রথমবার ২০ নভেম্বর আমার শরীরে থাবা বসিয়েছিল করোনা। তখন করোনায় আমার মাকে হারিয়েছিলাম। কোনওমতে বাবাকে বাঁচাতে পেরেছিলাম। তারপর ফের ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হই। পজিটিভ হওয়া নিয়ে চিন্তিত নই কিন্তু, যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে উদ্বিগ্ন।’