বরাবরই রাজ্য রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অধুনা বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘সনাতনী সেবক’ বলে তীব্র কটাক্ষ করলেন নন্দীগ্রামের ভূমি আন্দোলনের নেতা আবু তাহের।
নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চে সরাসরি শুভেন্দুকে নিশানা করে তৃণমূল নেতা কটাক্ষ হেনে বলেন, ‘ওঁর বাড়িতে বাবা শিশির অধিকারী আর ভাই দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূলের টিকিট জেতা সাংসদ আর ওঁ একা সনাতনী সেবক’! তৃণমূল নেতার আরও সংযোজন, ‘বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী দিনের পর দিন মমতার খেয়ে বেইমানি করেছেন। আমরা নন্দীগ্রাম আন্দোলন করেছি আর উনি লাশের উপর রাজনীতি করেছেন। সব শেষ হয়ে গেলে সাদা পাঞ্জাবি পরে ছবিতে মালা দিতে এসে হাজির হয়েছেন’।
শুভেন্দুর বিরুদ্ধে কটাক্ষ হেনেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরিও। ওই সভামঞ্চেই অধিকারী পুত্রের উদ্দেশে গিরিপুত্রের মন্তব্য, ‘বাংলার মাটিকে কলুষিত করছে বিজেপি। বাংলার মীরজাফর বার বার চেষ্টা করছে মিথ্যা মামলা করে জমি আন্দোলনের নেতা ও নন্দীগ্রামের কর্মীদের সিবিআইয়ের ভয় দেখাতে। ওঁর টার্গেট নন্দীগ্রামে অশান্তি তৈরি করা। ওঁর এই পরিকল্পনা প্রয়োজনে নন্দীগ্রামের মানুষই পুরনো ধাঁচে রুখে দেবে’।