ভোট পরবর্তী অশান্তি মামলায় নয়া মোড়! যৌন হেনস্থার ‘ভুয়ো’ অভিযোগ উঠল। আর সেই সূত্রেই ২১ যৌন হেনস্থার অভিযোগ ফিরিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, তদন্তে ওই অভিযোগগুলিতে ধর্ষণ, শ্লীলতাহানি বা যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি। ফলে শুরু থেকে ভুয়ো অভিযোগের যে দাবি তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল, তা কিছুটা হলেও মান্যতা পেল।
আসলে এনএইচআরসি রিপোর্টে ২১টি কেসে যৌন হেনস্থা বলা হলেও কোনও প্রমাণই পেল না সিবিআই। তাই অভিযোগগুলি সিট-কে ফিরিয়ে দিল তাঁরা। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি পর্বে যৌন হেনস্থার এফআইআর হয়েছিল ৩৯ টি। চারটি কেসের যৌন হেনস্থার অভিযোগ সিবিআই এখনও খতিয়ে দেখছে।
৫২টি খুন বা অস্বাভাবিক মৃত্যু তদন্তে নেমে সিবিআই পূর্ণাঙ্গ চার্জশিট দিয়েছে ১০ টি।৩৮ কেসের সিবিআই তদন্ত চলছে।২ কেস ফিরে গেল সিটের কাছে আর২ কেসের অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই।ভোট পরবর্তী অশান্তি মামলায় এই রিপোর্ট দিলেন সিবিআই আইনজীবী হিসেবে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর।
৬৮৯ কেসের মধ্যে সিট চার্জশিট দিয়েছে ৫৭৩ টি ক্ষেত্রে।৬৩ কেসের ক্লোজার রিপোর্ট পেশ করেছে তারা। কিন্তু ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে ফের রাজ্যের হলফনামা তলব করল হাইকোর্ট।২৪ জানুয়ারি মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে কী পদক্ষেপ, তা হলফনামায় জানাতে হবে রাজ্যকে। পঞ্চায়েত সদস্যদের জরিমানার টাকা দিয়ে ঘরে ফেরানোর চাঞ্চল্যকর অভিযোগ এসেছে হাইকোর্টে।জনস্বার্থ মামলাকারীদের জরিমানা নথি সহ ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।