বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে প্রকাশ্যে নমাজ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বারবার আপত্তি জানিয়েছে হিন্দুত্ববাদীরা। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে শেষে প্রকাশ্যে নমাজ পড়া নিয়ে সম্মতি প্রত্যাহার করে নেয় হরিয়ানার বিজেপি সরকার। এবার এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
ইন্ডিয়ান উইমেন প্রেস কোরের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘প্রকাশ্য স্থানে প্রার্থনা করা উচিত নয়। নমাজ নমাজই থাকুক, যেন শক্তি প্রর্দশনে পরিণত না হয়। সকলেরই পুজো-প্রার্থনার অধিকার আছে, তবে তা নির্দিষ্ট স্থানেই হওয়া উচিত। এ ব্যাপারে মতভেদ তৈরি হলে বিভিন্ন ধর্মের মানুষজন স্থানীয় প্রশাসনের কাছে মধ্যস্থতার আবেদন করতে পারে’।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আদতে মুসলিমদের সংযত হওয়ার বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নমাজ পাঠে আপত্তি তুলেছে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলি, বাধা দেওয়ার চেষ্টাও করেছে। মুসলিমরাও অনড় নির্ধারিত জায়গায় নমাজ পাঠে। এই পরিস্থিতিতে নমাজ পাঠকে শক্তি দেখানোর ইস্যু করা উচিত নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি বড়দিনের উৎসবও ভন্ডুল করার চেষ্টা করে হরিয়ানার হিন্দুত্ববাদীরা। অবশ্য এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী খট্টর। তিনি বলেন, ‘ঘটনাটা দুর্ভাগ্যজনক। এমন ঘটনা সমর্থনের কোনও যুক্তিই থাকতে পারে না। এমন কোনও অনুষ্ঠান বানচাল করা ঠিক নয়’।