বরাবরই দলের প্রমিলা বাহিনীকে বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের পর মন্ত্রিসভা গঠনেও নারী শক্তির ওপরই আস্থা রেখেছেন তিনি। আবার কলকাতার বোরো চেয়ারম্যান নির্বাচন থেকে কলকাতা পুরসভার বোর্ড গঠনেও সেই ধারাই বজায় রেখেছেন। এবার চন্দননগর পুরভোটের প্রার্থী তালিকাতেও মহিলাদেরই প্রাধান্য দিল তৃণমূল।
চন্দননগর পুরনিগমের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হলেও ১৫ জন মহিলাকে প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফের প্রার্থী হয়েছেন প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী। ৩০ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন তিনি।
অন্যদিকে, ১ নম্বর থেকে লড়ছেন পাপিয়া সিংহ রায়। ২৪ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন দাপুটে নেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। ৪ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন অনিমেষ বন্দ্যোপাধ্যায়। দাপুটে কাউন্সিলর স্নিগ্ধা রায় লড়ছেন ৯ নম্বর ওয়ার্ড থেকে। আর এক বিদায়ী কাউন্সিলর মুন্না আগরওয়াল লড়ছেন ৩১ নম্বর থেকে।
বৃহস্পতিবার বিকালে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। সূত্রের খবর, চন্দননগরের প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন এবং তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।