কম দামি পোশাকের ওপরে জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। আগে থেকেই এই দাবি তুলে আসছে বাংলা। এই রাজ্যের সুরে সুর মিলিয়েছে তেলেঙ্গানা, রাজস্থানের মতো রাজ্যগুলিও। কিন্তু এতদিন অর্থ মন্ত্রক তাতে কান দেয়নি। এবার খোদ মোদী-শাহর রাজ্য গুজরাত থেকে এই আপত্তি উঠেছে। যার ফলে চাপের মুখে এবার কম দামের তৈরি পোশাকের উপর জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চাইছে মোদী সরকার।
শনিবার, ১ জানুয়ারি থেকে পোশাকের ওপরে জিএসটি ৫ শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশ হওয়ার কথা। তার আগেই তড়িঘড়ি শুক্রবার জিএসটি পরিষদের বৈঠক ডাকা হয়েছে। অর্থ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে ১০০০ টাকার কম দামের পোশাকে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার সম্ভাবনাই বেশি। কোনও রাজ্যই এতে আপত্তি তুলবে বলে মনে হয় না। সে ক্ষেত্রে পরিষদের বৈঠকের পরেই রাতে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। আজ রাজ্যের অর্থমন্ত্রীদের কাছে জিএসটি পরিষদের যে আলোচ্যসূচি পাঠানো হয়েছে, তাতে পোশাকে জিএসটি-ই একমাত্র বিষয়। গুজরাত থেকে যে এই জিএসটি বৃদ্ধি নিয়ে আপত্তি উঠেছে, তারও উল্লেখ রয়েছে আলোচ্যসূচিতে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে লখনউয়ে জিএসটি পরিষদের বৈঠকে সব রকম তৈরি পোশাকে জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত হয়। তার আগে পর্যন্ত ১০০০ টাকার কম দামের পোশাকে জিএসটির হার ৫ শতাংশ ছিল। সে সময়ই বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক রাজ্যের অর্থমন্ত্রী এতে আপত্তি তুলেছিলেন। কিন্তু লাভ হয়নি। বাংলার মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র গত সপ্তাহেই অভিযোগ তুলেছিলেন, কেন্দ্রের সিদ্ধান্তের ফলে অন্তত ১ লক্ষ ছোট শিল্প কারখানা বন্ধ হবে। প্রায় ১৫ লক্ষ মানুষ কাজ হারাতে পারেন। রাজস্ব আয় বাড়ার বদলে আখেরে কমবে।