বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে এজেন্সি লেলিয়ে দেয় মোদী সরকার। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেও বারবারই মিলছে তার প্রমাণ। এর আগে সপা নেতা তথা মুখপত্র রাজীব রাইয়ের বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। আর এবার সুগন্ধী ব্যবসায়ী তথা সপার এমএলসি পুষ্পরাজ জৈনের বাড়িতে হানা দিয়েছে তারা। এ নিয়ে মুখ খুলেই অখিলেশ যাদবের অভিযোগ করলেন, বিরোধীদের পার্টিগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে।
এর পাশাপাশি সপা প্রধান এ-ও জানিয়েছেন, এই বিষয়ে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির দারস্থ হবেন তিনি। অখিলেশের কথায়, ‘আমি ইসি এবং ভারতের রাষ্ট্রপতিকে লিখে জানাবো কীভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের টার্গেট করতে এবং গণতন্ত্রের উপহাস করার জন্য অপব্যবহার করা হচ্ছে।’ দলের এমএলসি পুষ্পরাজ জৈনের বিরুদ্ধে অভিযান নিয়ে এদিন তিনি বলেন, ‘কেন্দ্র আগেই ভুল ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সপার এমএলসি-র ওপর এই অভিযান আগের ভুল ধামাচাপা দেওয়ার চেষ্টা।’ অখিলেশ আরও বলেন, ‘দিল্লী উপলব্ধি করেছে যে যোগী নির্বাচনে হেরে যাবেন। আর সেই কারণেই অভিযান এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে যোগীকে আরও সমস্যায় ঠেলে দেওয়া হচ্ছে।’
