২০২১-এর অন্তিম লগ্নেই সুখবর এল বাংলার সাংস্কৃতিক জগতে। চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হবে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার-পরিচালক ব্রাত্য বসুকে। মীরজাফর ও অন্যান্য নাটক’ সংকলনের জন্য়ই এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। উল্লেখ্য, বাংলা নাট্যজগতে আবির্ভাবের সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছিলেন ব্রাত্য বসু। ‘অশালীন’, ‘অরণ্যদেব’ ইত্যাদি নাটকের মধ্যে দিয়ে শুরু থেকেই তিনি এক নতুন ধরনের নাট্যরীতি ও আধুনিক সময়ের উপযোগী ভাষ্য রচনা করে চমকে দিয়েছিলেন।
পরবর্তী সময়ে ‘উইঙ্কল টুইঙ্কল’, ‘রুদ্ধসংগীত’, ‘কৃষ্ণগহ্বর’, ‘মুম্বই নাইটস’-এর মতো একের পর এক নাটকের মধ্য দিয়ে ক্রমশই নিজেকে অভিনব থেকে অভিনবতর উচ্চতায় নিয়ে গিয়েছেন। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিষ্ণু বসুর ছেলে ব্রাত্য প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যয়ন শেষ করার পর সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন। পরবর্তী সময়ে ‘গণকৃষ্টি’ নামের এক থিয়েটার দলে সাউন্ড অপারেটর হিসেবে কাজ শুরু করেন তিনি। সেই সূত্রেই নাটক লেখা ও পরিচালনা শুরু। অভিনয়েও বারবার মুগ্ধ করেছেন ব্রাত্য। নাটকের পাশাপাশি পরিচালনাও করেছেন একাধিক চলচ্চিত্রও।
